বর্তমান আমাদের দেশে অনেক বড় বড় প্রতিষ্ঠান আউটর্সোসিং এর কাজ করে খাকে।
আউটর্সোসিং কি? আমি খাটি বাংলা ভাষায় যা বুঝি তা হলো: কামলা খাটা। মানে
আমি একা বা গ্রুপ নিয়ে ক্লায়েন্ট এর চাহিদা অনুসারে তার কাজ করে দেওয়া। কাজ
পছন্দ হলো টাকা দিবে।
বর্তমানে আমারা আরেটা শব্দ বেশি শুনছি তা হলো ফ্রীলেনছার (Freelancer)।
ফ্রীলেনছার কি? অনেকটা আউটর্সোসিং এর মত। স্যার ওয়ালটার স্কট এর প্রবক্তা।
নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ বুঝিয়ে দিতে হয় বাইয়ার (Bayer) কে। পৃথিবীর নানা
প্রান্তে বসে লক্ষ লক্ষ লোক স্বাধীন ভাবে ফ্রীলেনছার হিসাবে কাজ করে
যাচ্ছে।
আমরা বাঙ্গালী যেখানে ইকটু লাভ দেখি সবাই সেই দিকে ঝাপিয়ে পরি। কিছু দিন
যাবত “ঘরে বসে আয় করুন লক্ষ লক্ষ টাকা” এই ধরনের স্লোগান দিয়ে বিভিন্ন
কোর্স করিয়ে বেকার ছেলে-মেয়েদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে অনেকেই। তাদের
কাছথেকে আমাদের সাবধান হতে হবে। কিছু ভালো প্রতিষ্ঠান আছে যারা কাজ শিখিয়ে
তাদের সাথে কাজ করার জন্য উৎসাহিত করে।
যেহেতু এটা আমার একটা সপ্ন। তাই অনেক দিন ধরে ভাবছি চাকরি ছেড়ে দিয়ে
আমরা কয়েক জন বন্ধু মিলে ফ্রীলেনছার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা। এখন
সেই দিকেই আগাচ্ছি……………….. । দেখি কবে নাগাদ আমার লক্ষে পৌঁছতে পারি।