প্রতি মাসে বাপের কিছু টাকা বাঁচান !

এই লেখাটি পরে অনেকেই আমাকে কিপটা , হাড় কিপটা ইত্যাদি উপাদিতে ভূষিত করবেন যেনেও আমি লিখছি। কারন আমি যেমন এক মধ্য বিত্তের ঘরের ছেলে তেমনি অনেকেই আমার মত একি levelএর হতে পারেন আবার অনেকেই আর অনেক High  level এর হবেন । আমি আমার level এর ভাইদের চিন্তা করে করে লিখছি।আমার এই Trick এর মাধ্যমে বাপের খুব বেশি  টাকা যে বাঁচবে তা কিন্তু না !  তার পরও যে বাপ আমার  জন্য , আমার পড়া লেখার জন্য মাথার ঘাম পায়ে ফেলে রুজি করছেন আমি কি তার জন্য একটা টাকাও বাচাতে পারবনা ! ...............কিবা চেষ্টা করব না !
আমার পোস্ট দেখে যারা  "এই শালা আর কিছু পায় না । এগুলো পোস্ট করে । একটা গালি দিমু।" ভেবে login হচ্ছেন তাদেরকে বলবো  "EARN SOMETHING BEFORE YOU WASTE " যাক শুরু করি । আমার মতো যারা প্রচুর পরিমানে লিখেন । আমার মতো যারা পরিক্ষার্তি । তাদের এই পোস্ট টা কাজে লাগবে আশা করি । আমার লিখতে গিয়ে দেখা যায় যে প্রতি মাসে প্রায় ১০-১৫ দিস্তা কাগজ লেগে যায় ।  তার পর এই বুদ্ধিটা মাথায় এলো । এখন মাসে ৪-৫ দিস্তায় আমার হয় । যা যা লাগবে । ১. এক দিস্তা খাতা । ২. একটি পেন্সিল

৩. একটি কাল কলম ৪. একটি লাল কলম এখন শুরু করি প্রথমে আপনি আপনার খাতায় পেন্সিল দিয়ে একবার লিখেন
 
তার পর লাল কলম দিয়ে ঐ লেখারই উপরে
 
তার পর ঐ লাল কালির উপরে কাল  কালি দিয়ে লিখেন
 
কারও কাছে সবুজ কালি থাকলে কাল কালির আগে সবুজ দিয়েও লিখতে পারেন
এতে করে আপনি একটা page এ তিন থেকে চারবার লিখতে পারতেছেন।
PV = 2/3 E
প্রমানের জন্য আমি ৩ বার মাত্র তিন page এ লিখলাম । এটা করতে হয়ত আমার ৯ page খরছ হতো ।
অনেকেই ৩ কলমের কথাটা নিয়ে আসবেন । কিন্তু আমি বলবো অন্তত আপনার বাবার ৫ টাকা তো বাঁচবে ।
Share this article :

Post a Comment

 
Helped By : Designer: Md. Tarekul Islam | Hamar Tunes Orginal Template | Like This Site
Copyright © 2011. HaMaR TuNeS - All Rights Reserved
Template Created by Md. Tarekul Islam Published by HaMaR TuNeS
Proudly powered by TIBD