
আমার পোস্ট দেখে যারা "এই শালা আর কিছু পায় না । এগুলো পোস্ট করে । একটা গালি দিমু।" ভেবে login হচ্ছেন তাদেরকে বলবো "EARN SOMETHING BEFORE YOU WASTE " যাক শুরু করি । আমার মতো যারা প্রচুর পরিমানে লিখেন । আমার মতো যারা পরিক্ষার্তি । তাদের এই পোস্ট টা কাজে লাগবে আশা করি । আমার লিখতে গিয়ে দেখা যায় যে প্রতি মাসে প্রায় ১০-১৫ দিস্তা কাগজ লেগে যায় । তার পর এই বুদ্ধিটা মাথায় এলো । এখন মাসে ৪-৫ দিস্তায় আমার হয় । যা যা লাগবে । ১. এক দিস্তা খাতা । ২. একটি পেন্সিল
৩. একটি কাল কলম ৪. একটি লাল কলম এখন শুরু করি প্রথমে আপনি আপনার খাতায় পেন্সিল দিয়ে একবার লিখেন

তার পর লাল কলম দিয়ে ঐ লেখারই উপরে

তার পর ঐ লাল কালির উপরে কাল কালি দিয়ে লিখেন

এতে করে আপনি একটা page এ তিন থেকে চারবার লিখতে পারতেছেন।
PV = 2/3 E
প্রমানের জন্য আমি ৩ বার মাত্র তিন page এ লিখলাম । এটা করতে হয়ত আমার ৯ page খরছ হতো ।
অনেকেই ৩ কলমের কথাটা নিয়ে আসবেন । কিন্তু আমি বলবো অন্তত আপনার বাবার ৫ টাকা তো বাঁচবে ।

Post a Comment