
কিভাবে Incentria তে Account Open করবেন তার আগে জেনে নিই Incentria তে
একটু ভিন্ন ধরনের ক্যাপচা ব্যবহার করা হয় অনেকেই এই ক্যাপচা নিয়ে সমস্যায়
পরেন তাই সমস্যায় পরার আগে দেখে নিন কিভাবে ক্যাপচা Solve করবেন নিচের ছবি
থেকে।
Incentria এ Account Open করার জন্য এই লিঙ্ক এ ক্লিক করুন নিচের মত পেজ আশবে।

আমার মত সব কিছু Fill Up করুন আমি নিচে I Agree দিতে ভুলে গাছি উপরের ছবিতে আপ্নারা দিয়ে নিবেন এরপর ক্যাপচা দিয়ে Join Button এ ক্লিক করুন।

উপরের ছবির মত একটি পেজ আশবে এরপর আপনার মেইল এ লগিন করুন Confirmation Link এ ক্লিক করুন ব্যাস হয়ে গেল Incentria Account.

উপরের ছবিটি আপনার আকাউন্ট এর হোম পেজ এর ছবি এখানে আপনার আয়, কাজের এবং অনান্য বিবরনি পাবেন।
এখন কাজ শুরু করতে হলে-
পি টি সি কাজ শুরু করতে হলে উপরে View Adds Button এ ক্লিক করুন এখন নিচের পেজ এর মত একটি পেজ আসবে।

প্রতিদিন সাধারানত Incentria ১২/১৪ টি কাজ দিয়ে থাকে তবে প্রথম দিন পি
টি সি কাজ একটু বেসি দেওয়া থাকবে। খেয়াল করুন পেজ এ ৪ টি কলাম আছে প্রথম টি
Title পরের টি Time(s) মানে পেজ টিতে আপনাকে কত সময় ব্যয় করতে হবে,
তারপরের টি PPC সোজা কথায় এর মানে কত টাকা পাবেন এই ক্লিক টির জন্য শেষের
টি Target । পি টি সি Ad এ ক্লিক করার পরে নিচের পেজ এর মত পেজ আশবে।

সম্পুর্ন পেজটি আপনার ব্রাউজার এ লোড হয়ার পরে দেখবেন পেজটির উপরের অংশ
এর দিকে লক্ষ করবেন দেখবেন পেজ টি উপরে লোডিং হচ্ছে এমন দেখা যাবে। এর পর
নিচের পেজ এর মত ক্যাপচা আশবে।

সঠিক ক্যাপচা তে ক্লিক করার সাথে সাথে আপনার Account এ Balance জমা হয়ে যাবে ।
এইবার হল Microjob, Microjob কে Incentria তে বলা হয় Sing up offer ত যাই হক এই কাজ পেতে আপনাকে
ডানদিকের member panel থেকে Earning Area তে ক্লিক করতে হবে এবং নিচের পেজ এর মত পেজ আশবে।

এখান থেকে Offer & Task select করুন । এখন নিচের পেজ এর মত পেজ আশবে ।

পেজ টি অনেক লম্বা তাই সুম্পূর্ন পেজ এর ছবি দিলাম না। এইখানে থেকে আপনার পছন্দ মত কাজ নির্বাচন করুন। নিচের পেজ এর মত পেজ আশবে এখন।

এইখানে Instruction এর নিচে কাজ কভাবে বায়ার চায় তা পাবেন অবশ্যই সেই অনুসারে কাজটি শেষ করে নিচের Fill in the required information. এ গিয়ে Username এবং অন্যকিছু চাইলে তা দিয়ে দিন। আর হ্যা অবশ্যই বায়ার যেই লিঙ্ক দিবে অই লিঙ্ক এ ক্লিক করে কাজ(sing-up) করবেন .
এই ব্যাপারে আরো টিটোরিয়াল Freelancer Zone থেকে পাবেন। তবে কাজ করতে গিয়ে কিছু সাবধানতা রাখবেন।
১. সবসময় Microjob গুল Fake Name Use করবেন কারন এক সাইট এর sign up কাজ অনেক বার আশে আর তাই Fake Name Use করবেন এবং দরকার পরলে IP change করে কাজ করবেন।
২. ভাল আয় করতে চাইলে প্রতিদিন ১০ টি করে Microjob এর কাজ করবেন।
৩. Freelancer Zone এর Admin দের কাছ থেকে পরামর্শ নিন।