আগুন ! বরফ দিয়ে আগুন ধরান ? অবাক হবার কিছু নাই, আগুন ধরবেই।

আজকের লেখাটা তাহলে শুরু করি । অবাক হবার কিছু নাই
আপনার যা যা লাগবে ঃ
১। এক টুকরো  বরফ।
২। একটা বড় সাইজের মগ ।
ব্যাস আর কিছুই লাগবে না ।
এখন আসেন কাজে নেমে যাই ।
প্রথমে মগের ভেতর আধা মগ ( বা তার চেয়ে এক্তু কম ) পানি নিয়ে Deep refrigerator ( মানে ফ্রিজে ) রেখে বরফ বানান । ধরে নিলাম বরফ হয়ে গেলো । এখন অই টুকরো টাকে হাত দিয়ে ঘসতে থাকুন । দেখবেন পানি পরতে থাকবে । যখন পানি পড়বে তখন আপনি দেখেন আপনার বরফের টুকরোটা স্বচ্ছ হয়েছে কিনা ?
যতক্ষণ আপনার বরফের টুকরোটা এমন স্বচ্ছ না হবে যে আপনি এ পিঠ থেকে অন্য পিঠ দেখতে পাচ্ছেন । ততক্ষন ঘসতে থাকুন। ধরে নিলাম  এখন আপনি কাঙ্কখিত পর্যায়ে চলে এসেছেন।  এখন আপনি সূর্যের দিকে মুখ করে ঐ বরফের টুকরো কে রাখুন। একটু নাড়া চাড়া করুন। দেখবেন আলোক রশ্মি কেন্দ্রীভূত হয়েছে। যখন  আলোক রশ্মি কেন্দ্রীভূত হবে তখন আপনি ঐ অবস্থাতে রেখে নিছে একটা শুকনো পাতা বা কাগজের টুকরো রাখেন । দেখবেন কিছুক্ষন পর আগুন ধরে গেসে..................... আমাকে পাগল না বলার জন্য VEDIO  টা দেখেন http://www.youtube.com/watch?v=FkMf688Y9ME
আমি আবারো বলছি আমাকে পাগল বলবেন না...সতর্কতার সাথে কাজ করুন।
Share this article :

Post a Comment

 
Helped By : Designer: Md. Tarekul Islam | Hamar Tunes Orginal Template | Like This Site
Copyright © 2011. HaMaR TuNeS - All Rights Reserved
Template Created by Md. Tarekul Islam Published by HaMaR TuNeS
Proudly powered by TIBD