জনপ্রিয় ৯টি সংবাদপত্র এখন একসাথে (অবশ্যই দেখবেন)

বর্তমান সময়ের পেক্ষাপট বিবেচনা করে আমরা প্রতিদিনই অনলাইনে একাধিক পত্রিকা পড়ে থাকি। সব খবর না পড়লেও অন্তত একবার খবরগুলোতে চোখ বুলিয়ে থাকি। একাধিক পত্রিকার খবরে একসাথে সহজে দেখার জন্য নিউজ অ্যাগ্রিগেটর ব্যবহার করা যেতে পারে। যেসকল পত্রিকা অনেকগুলো পত্রিকার খবর এক করে দেখায় তাদের নিউজ অ্যাগ্রিগেটর বলা হয়। তেমনি unify24.com হলো একটি বাংলা নিউজ অ্যাগ্রিগেটর।
খবর গুলো যেভাবে সংগ্রহ করাঃ
এই সাইটটি ১০ মিনিট পর পর জনপ্রিয় ৯টি পত্রিকার বিভিন্ন পেজে গিয়ে আপডেটেড খবরগুলো সংগ্রহ করে উপযুক্ত শ্রেনীবিভাগ ও Rank এর মাধ্যমে গুছিয়ে পরিবেশন করে থাকে। অতএব স্বল্প সময়ে সব খবর এক সাথে দেখার জন্য এই সাইটটি চমৎকার ভুমিকা রাখতে পারে।
সাইটটি সম্পর্কে আরো কিছু তথ্যঃ
শীর্ষ সংবাদঃ
প্রতিটি পত্রিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ্গুলোকে নিয়ে এই সাইটের শীর্ষ সংবাদের অংশটি গঠিত হয়েছে। এই সংবাদ্গুলোকেই বিভিন্ন পত্রিকা তাদের হোম পেজে হাইলাইট করে থাকে।
সর্বশেষ সংবাদঃ
প্রতিটি পত্রিকার সর্বশেষ অথবা সাম্প্রতিক অংশ থেকে এই খবরগুলো সংগ্রহ করা হয়েছে।
নিউজ সেভঃ
কোন নিউজ পড়ে গুরুত্বপূর্ণ মনে হলে সেটি আপনি সেভ করে রাখতে পারেন। নিউজ সেভ করার জন্য প্রথমে লগিন করে নিন তারপর ঐ খবরের  detail page এ গিয়ে বাম পাশে সেভ বাটনে ক্লিক করলেই খবরটি সেভ হয়ে যাবে।
নিউজ সার্চঃ
পূর্বের কোন খবর খুজে পেতে ডান পাশের কলামের উপরের দিকের Advance Search বাটনে ক্লিক করুন। তারপর সার্চ বক্সে উপযুক্ত ইনফরমেশন দিয়ে সার্চ করলেই আপনার খবরটি পেয়ে যাবেন।
নিউজ ফিল্টারিং
সহজে নিউজ ফিল্টার করার জন্য ডান পাশের কলামে Refine by Category এবং Refine by Site অংশের লিংক গুলোতে ক্লিক করুন। বর্তমানে কয়েকটি Category (শীর্ষ সংবাদ, সর্বশেষ সংবাদ, সারাবিশ্ব, খেলা, বিনোদন ও সম্পাদকীয়) এবং ৯টি পত্রিকার নিউজ নিয়ে সাইটটি যাত্রা শুরু করলেও ভবিষ্যতে আরো কিছু নতুন Category ও পত্রিকা যোগ করা হবে।
সাইটটি ভিজিট করতে এই লিংকে ক্লিক করুন
http://unify24.com
বি: দ্র: আপনাদের কোন মতামত বা পরামর্শ থাকলে অনুগ্রহ করে শেয়ার করবেন।
Share this article :
 
Helped By : Designer: Md. Tarekul Islam | Hamar Tunes Orginal Template | Like This Site
Copyright © 2011. HaMaR TuNeS - All Rights Reserved
Template Created by Md. Tarekul Islam Published by HaMaR TuNeS
Proudly powered by TIBD