গুরুত্বপূর্ণ সব সাধারণ জ্ঞান (সবার জানা উচিত)

১.    খাবার স্যালাইন আবিষ্কার করে কোন প্রতিষ্ঠান?
উ.    আইসিডিডিআরবি
২.    বাংলাপিডিয়া প্রকাশ করে কারা?
উ.    এশিয়াটিক সোসাইটি।
৩.    বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে?
উ.    রাষ্ট্রপতি।
৪.    ইসরাইল রাষ্ট্র কত সালে প্রতিষ্ঠিত হয়?
উ.    ১৯৪৮ সালে।
৫.    দুই জার্মানি একত্রিত হয় কোন সালে?
উ.    ১৯৯০ সালে।
৬.    মধ্যপ্রাচ্যের কোন দেশে সবচেয়ে বেশি পেট্রোল মজুদ আছে?
উ.    সৌদি আরব।
৭.    ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে?
উ.    ১৯৭৮ সালে।
৮.    হিলারি ক্লিনটন আমেরিকার কোন নির্বাচনী এলাকা থেকে সিনেটর নির্বাচিত হন?
উ.    নিউইয়র্ক।
৯.    ভারতে কয়টি অঙ্গরাজ্য আছে?
উ.    ২৮টি।
১০.    যে ওষুধ রক্ত জমাট বাঁধতে দেয় না
উ.    হেপারিন।
১১. মানুষের লিঙ্গ নির্ণয়ী ক্রোমোজমের সংখ্যা কয়টি?
উ.    ১ জোড়া।
১২.    আকাশ নীল দেখায় কেন?
উ.    নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে।
১৩.    রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো কিসের কাজ করে?
উ.    লেন্সের।
১৪.    পানি ঢেলে কেরোসিনের আগুন নেভানো যায় না, কারণ কী?
উ.    কেরোসিন পানির চেয়ে হালকা বলে।
১৫.    হীরক উজ্জ্বল দেখায়, কারণ কী?
উ.    আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়।
১৬.    ‘বাঘে মহিষে এক ঘাটে জল খায়’-এখানে ‘বাঘে মহিষে’ কোন ধরনের কর্তা?
উ.    ব্যতিহার কর্তা।
১৭.    ‘দুয়ারে দাঁড়ায়ে প্রার্থী, ভিক্ষা দেহ তারে’-এখানে ‘দুয়ারে’  কোন কারক?
উ.    ঐকদেশিক আধারাধিকরণ।
১৮.    কোন বিরাম চিহ্নের ক্ষেত্রে থামার প্রয়োজন নেই?
উ.    লোপ চিহ্ন।
১৯.    ‘কারচুপি’ শব্দের ‘কার’ উপসর্গটি কোন ভাষা থেকে এসেছে?
উ.    ফারসি।
২০.    যে পুরুষ বিয়ে করেছে তাকে এক কথায় কী বলে?
উ.    কৃতদার।
২১.    ‘গরুর শকট’ শব্দটি কী দোষে দুষ্ট?
উ.    গুরুচণ্ডালী।
২২.    ‘না, আমি যাব না’-এখানে ‘না’ কোন ধরনের অব্যয়?
উ.    অনন্বয়ী অব্যয়।
২৩.    ‘সবিতা’ কাব্যগ্রন্থটি কার লেখা?
উ.    সত্যেন্দ্রনাথ দত্ত।
২৪.    নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুরোধে নজরুল কোন কবিতাটি লেখেন?
উ.    কাণ্ডারী হুঁশিয়ার।
২৫.    রবীন্দ্রনাথের কোন উপন্যাসটি রাজনৈতিক?
উ.    গোরা।
২৬. ‘তার প্রেমি কি সুখ হতো সে যদি ভালোবাসিত’-এ গানের রচয়িতা কে?
উ.    শ্রীধর কথক।
২৭.    ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম কী?
উ.    আঙুর।
২৮.    ‘শম’ শব্দের অর্থ কী?
উ.    শাস্তি।
২৯.    ‘গোঁফ খেজুরে’ বাগধারাটির অর্থ কী?
উ.    নিতান্ত অলস।
৩০.    ‘কার্য’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কী?
উ.    কৃ+য।
৩১.    টিএস এলিয়েটের কবিতার বাংলা অনুবাদ করেন কে?
উ.    বিষ্ণু দে।
৩২.    বাংলাদেশ বিমানের প্রতীক কী?
উ.    বলাকা।
৩৩.    বাংলাদেশে এ পর্যন্ত কতবার সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হয়েছে?
উ.    একবার।
৩৪.    বাংলাদেশের সংবিধানে মোট কতটি ভাগ রয়েছে?
উ.    ১১টি।
৩৫.    আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের আওতাধীন?
উ.    প্রতিরক্ষা মন্ত্রণালয়।
৩৬.    সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কী?
উ.    নারিকেল জিঞ্জিরা।
৩৭.    ‘চর গজারিয়া’ কোন জেলায় অবস্থিত?
উ.    লক্ষ্মীপুর।
৩৮.    মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘বাঁধনহারা’র পরিচালক কে?
উ.    এ জে মিন্টু।
৩৯.    ইরান প্রথম পারমাণবিক কর্মসূচি কবে শুরু করে?
উ.    ১৯৫০ সালে।
৪০.    জাতিসংঘের প্রথম ন্যায়পাল প্যাট্রিসিয়া ডুরাই কোন দেশের নাগরিক?
উ.    জ্যামাইকা।
৪১.    বিশ্ব শিশু দিবস কবে পালন করা হয়?
উ.    অক্টোবর মাসের প্রথম সোমবার।
৪২.    পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন কে?
উ.    নিকোলাস অটো।
৪৩.    পানামা খালকে কোন মহাসাগরের প্রবেশদ্বার বলা হয়?
উ.    প্রশান্ত মহাসাগর।
৪৪.    জাতিসংঘের বাইরে কোন শহরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়?
উ.    লন্ডন।
৪৫.    কিসে ক্লোরোফিল নেই?
উ.    ছত্রাক এবং ব্যাকটেরিয়াতে।
৪৬. মশা নিবারণকারী সাইট্রোনেলা গাছটি
উ.    যুক্তরাষ্ট্র।
৪৭.    মুক্তার ওজনের এককের নাম কী?
উ.    গ্রেন।
৪৮.    কেমোথেরাপি কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়?
উ.    ক্যান্সার।
৪৯.    কোয়ার্টজ কী?
উ.    সিলিকন ও অক্সিজেন দ্বারা গঠিত একটি বর্ণহীন কেলাস।
৫০.    বিশ্বে প্রথম এইডস রোগী চিহ্নিত হয় কোন দেশে?
উ.    যুক্তরাষ্ট্রে।
কোন দেশের বিজ্ঞানীরা আবিষ্কার করেন?
Share this article :
 
Helped By : Designer: Md. Tarekul Islam | Hamar Tunes Orginal Template | Like This Site
Copyright © 2011. HaMaR TuNeS - All Rights Reserved
Template Created by Md. Tarekul Islam Published by HaMaR TuNeS
Proudly powered by TIBD