আর এ তালিকায় শীর্ষে থাকা মার্কিন সুপার কম্পিউটারের অবস্থান এখন ২য়। আজ (সোমবার) এক জরিপে এ তথ্য প্রকাশ করা হয়। চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজি এ সুপার কম্পিউটারটি তৈরি করেছে। কম্পিউটারটি ৩৩.৮৬ পেটাফ্লপ গতিতে কাজ করতে পারে। অর্থাত কম্পিউটারটি প্রতি সেকেন্ডে এক হাজার ট্রিলিয়ন গাণিতিক হিসাব করতে সক্ষম।
মেট্রিক পদ্ধতিতে শত কোটিতে হয় এক বিলিয়ন। আর এক হাজার বিলিয়নে হয় এক ট্রিলিয়ন এবং এক হাজার ট্রিলিয়নে হয় এক পেটা। কম্পিউটার গতিনির্ধারক লিনপ্যাক বেঞ্চমার্ক প্রতিবছর দু’বার বিশ্বের সেরা ৫০০টি সুপার কম্পিউটারের তালিকা প্রকাশ করে। আর সে তালিকা থেকে এ বছর শীর্ষস্থান দখল করে তিয়ানহে-২।
আমেরিকার দ্রুততম সুপারকম্পিউটার টাইটানের চেয়ে গতির দিক থেকে ৭৪ শতাংশ এগিয়ে গেছে তিয়ানহে-২। বর্তমান বিশ্বের সর্বাধিক গতিসম্পন্ন ১০টি সুপার কম্পিউটারের মধ্যে ২টি আছে চীনে, আমেরিকায় ৫টি, জার্মানিতে ২টি এবং জাপানে রয়েছে ১টি।