
Skullcandy Ink'd and ink'd 2
এই ব্র্যান্ড এর এন্ট্রি লেভেল এর earphone. quality iphone 4 or 4s এর সাথে যেঁটা দেয় ওইটা থেকে অনেক ভাল। এই মডেল তারাই কিনে যাদের প্রচণ্ড পরিমানে bass দিয়ে গান শুনেন। হয়ত বাসায় ভাল sub woofer আসে। কিন্তু ওইটা ত র বাইরে বহন করা যায় না। এই earphone এ আপ্নারা অই quality এর সাউন্ড পাবেন।


আপ্নারা যারা এই মডেল এর ব্যাপারে আগ্রহী তারা গুগল এর সার্চ দিয়ে এর ব্যাপারে আর বিস্তারিত জানতে পারবেন। বড় বড় ওয়েবসাইট যেমন cnet.com,gsmarena blog, earphone.com এ এর review দেয়া আছে। এর দাম পরবে ২ হাজার থেকে ২,৫০০ টাকার মধ্যে। কোথায় পাওয়া যাবে সেই ব্যাপারে একটু পরে আসি।
Skullcandy Titan


এই ব্র্যান্ড এর প্রিমিয়াম earphone. এই মডেল টা আমি নিজে ব্যাবহার করি। এটার সাউন্ড quality এক কথায় অসাধারন। আমার এস ৪ এর সাথে যেই earphone টা দিসে সেটা কিন্তু খারাপ না। প্রতিটা earphone এ একটা করে sub woofer for low and tweeter আসে। তবুও titan এর ধারে কাছেও নাই।

এর দাম ৪ হাজার থেকে ৪,৫০০ এর মধহে পরবে। দুইটা মডেল এ mic সহ বা ছাড়া পাওয়া জায়।
এবার আসি এগুলা কোথায় পাবেন
বসুন্ধরা সিটি এর প্রথম তলায় gadget and gear নামে একটা দোকান আছে। কিন্তু দাম রাখে বেশি। শান্তিনগর এ concord twin tower shopping complex er ৫ তলায় capsule lift এর পাশে একটা দোকান আছে যেখানে একটু কম দামে পাবেন। এছারা idb bhaban, b.city, rifels square এও পাবেন।খেয়াল করুন
- প্রশ্নঃ আমি ত ৫০০ টাকায় ink'd 2 পাইসি। আপনি ফাউল, কি দাম দিসেন মিয়া।
- উত্তরঃ আপ্নি ছাগল। গুগল এ সার্চ দিয়ে দেখেন usa price 20 dollars means ১৬০০ টাকা। আপনি ৫০০ টাকায় কেম্নে কিনেন?
- প্রশ্নঃ তাহলে আমি বুঝব কিভাবে যে এটা আসল?
- ঊত্তরঃ এবার ভাল প্রশ্ন করেছেন। প্রথম শর্ত দাম। দামে না মিল্নালেই বুঝবেন যে অইতা নকল। ২য় শরত, নামি দামি দোকানে জেতে হবে। এরপর বক্স টা দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন। নিছের ছবিটি দেখুন।

skullcandy এর প্রতিটি earbud এ একটা skull এর ছবি embossed করা থাকে। earphone এর পিছনেও থাকে। দেখুন।

এটা সম্পূর্ণ আমার নিজ মতামত। আর কোন প্রশ্ন থাকলে বা কেমন লাগল তা কমেন্ট section এ জানাবেন। ধন্নবাদ।